শেখ নাসির উদ্দিন, খুলনা || বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের এই সংকটময় পরিস্থিতিতে পীর সাহেব চরমোনাই ঘোষিত ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফলে আজ বুধবার সন্ধ্যায় এক জরুরি সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন,আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এইচএম আরিফুল ইসলাম,গাজী মিজানুর রহমান, শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ হুমায়ুন কবির, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ,আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম,গাজী ফেরদাউস সুমন, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী জামাল হোসেন, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম ইসলাম খান যুব নেতা মোঃ ইমরান হোসেন মিয়া মোঃ আব্দুস সবুর, ছাত্র নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, মোস্তফা গালিব প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় দেশের এই সংকটপূর্ণ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবারের মিছিল সফল করার জন্য খুলনাবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।