খুলনার খবর || কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী ছড়িয়ে পড়া সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ।আজ বৃহস্পতিবার কারফিউর ষষ্ঠ দিন। এ দিন শহরে যান চলাচল গতদিনের চেয়ে আরও বেড়েছে।খুলনার প্রায় সব এলাকায় সীমিতভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে এসেছে। তবে এর গতি অনেক ধীর বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিখিল রাখা হয়েছে।শিথিল করা সময়ে চলছে ব্যাংক ও অফিস-আদালত। সড়কে দেখা গেছে গণপরিবহন এবং অফিসগামী মানুষের চলাচল।
খুলেছে বিপনী বিতান,হাট-বাজার,দোকান পাট,বিনোদন কেন্দ্র।যারা শহরে আটকা পড়েছিলো তারাও শহর ছেড়ে নিজ নিজ গন্তব্যে পাড়ি দিচ্ছে।সকাল থেকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ১৮টি রুটেই গনপরিবহন ছেড়ে গেছে।সকাল থেকে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালে অবস্থিত কাচাবাজারে পন্য লোডিং-আনলোডিং এর কাজ পুরো দমে চালু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।