শরিফুল ইসলাম || খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-বিজিবির সাথে সংঘর্ষ হয়। আজ শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে গল্লামারী পৌঁছায়। এসময় জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ-বিজিবি মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।মুহুর্তে রনক্ষেত্রে রূপনেয় বিশ্ববিদ্যালয় এলাকা।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিয়ে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যায়। পরে বিপুল সংখ্যক আন্দোলনকারী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে তারা জিরোপয়েন্টে অবস্থান নেয়।এবং বিজিবির সদস্যদের ঘেরাও করে।এসময় শিক্ষার্থীরা হ্যান্ডমাইকে জানায় বিজিবি সদস্যরা তাদের আন্দোলনে সহমত জানিয়েছে,তাই তাদের উপর কেউ হামলা করবেন না।
বিকাল ৪টা থেকে দেড় ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।এ রিপোর্ট লেখা পর্যন্ত জিরোপয়েন্ট এলাকা রনক্ষেত্রে পরিনত হয়।বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছে কিছু শিক্ষার্থী। তাদের দুই পাশ দিয়ে ঘিরে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালসেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।এঘটনায় পুলিশ,ছাত্র,জনতাসহ বেশ কয়েকজন আহত হয়।
এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।