খুলনার খবর || খুলনার শিববাড়ি মোড়ের নাম পাল্টে শহীদ মীর মুগ্ধ চত্বর ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মুগ্ধ স্মরণে এ মোড়ের নাম শহীদ মীর মুগ্ধ চত্বর নামকরণ করার ঘোষণা দেন তাঁরা।
আজ রোববার দুপুরে শিববাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’ লেখা একটি ব্যানার মোড়ের মাঝখানে ঝুলিয়ে দেয়।এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।