হুমায়ন কবির,ঝিনাইদহ || ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় তার গাড়িচালক আক্তার মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়।
সোমবার বিকেলে দুর্বৃত্তরা স্টেডিয়ামপাড়া এলাকায় শহিদুল ইসলাম হিরনের বাড়িতে হামলা চালায়। সেসময় তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বাড়ির সামনে থাকা তার গাড়িচালক আক্তার মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় ওই বাড়ি থেকে শহিদুল ইসলাম হিরনের পোড়া ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।