খুলনার খবর || ১১ দফা দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ সদস্যরা শোক র্যালি করেছে।আজ শুক্রবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ লাইন্সে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় পুলিশ সদস্যরা বলেন,গত দেড় শ’ বছরে সব কিছু পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইনের কোনো পরিবর্তন হয়নি। এই আইনের মাধ্যমে কনস্টেবলদের দাস হিসেবে তৈরি করা হয়েছে। আমরা এর অবসান চাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত হই। আমরা কোনো রাজনৈতিক নেতা বা কারও পেটোয়া বাহিনী হিসেবে আর কাজ করতে চাই না।আমাদের ১১ দফা দাবি অচিরেই মেনে নেওয়া হোক।
পাশাপাশি এখন পর্যন্ত পুলিশের কর্মবিরতি অব্যাহত রয়েছে।এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।