শরিফুল ইসলাম || ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনার। এই আন্দোলনে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি শত শত শিক্ষার্থীর রক্ত ঝরেছে। প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ।আহত হয়েছেন হাজারো শিক্ষার্থী ও জনতা। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই বিজয় এসেছে তাদেরকে খুলনার শিক্ষার্থীরা ভুলে যাননি। সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন।
শুধিজনেরা বলছেন, শিক্ষার্থীরা দেয়াল চিত্রাঙ্কনে ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের একাধিক মুহূর্ত। রয়েছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা। এ সময় তারা ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। বিভিন্ন বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়,খুলনা মহানগরীর শীববাড়ি মোড়,দৌলতপুর বিএল কলেজ,কেডিএ এভিন্যু,ময়লাপোতা এলাকায় সড়কের পাশে সব দেয়াল রং-তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন।
সড়কের পাশের দেয়ালে শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। এর মধ্যে রয়েছে বৈষম্যহীন বাংলা চাই,ইনকিলাব, বাংলাদেশের মানচিত্র,স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।
চিত্রাঙ্কন আঁকা শিক্ষার্থী সজীব বলেন, সড়কের পাশের দেয়ালগুলোতে আমরা শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে চাই। বৈষম্যমুক্ত বাংলাদেশের ছবি আঁকছি আমরা।এই আন্দোলনের সকল স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন।
পথচারীরা বলেন, ‘শিক্ষার্থীদের অঙ্কনগুলো খুবই সুন্দর লাগছে। তারা দেশের বিভিন্ন বৈষম্য দেয়ালে তুলে ধরছেন। আমাদের আগামীর বাংলাদেশ শিক্ষাময়, সুন্দর হোক এমনটাই পত্যাশা।
খুলনা মহানগরজুড়েই এমন শিল্পকর্ম অঙ্কন করা হয়েছে যা চিত্রকর্মের মাধ্যমে আমাদের আন্দোলনের বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। স্বাধীনতার স্তম্ভ তুলে ধরা হয়েছে। অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের প্রতিবাদ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।