ফয়সাল হোসেন,কয়রা উপজেলা প্রতিনিধি || নারী ও শিশু নির্যাতন মামলা করায় বাদীর পরিবারের ওপর হামলা করেছে আসামিরা। এ সময় বাদীর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটপাটের অভিযোগ ওঠে। হামলায় বাদীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামে আহতরা হলেন সেলিনা বেগম পিতা মৃত নওশের গাজী ও তার দুই মেয়ে ফাতেমা খাতুন ও লিমা খাতুন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তারা জানায় মঙ্গলবার দুপুরে ইব্রাহিম গাজী, মোজাফফর গাজী,মান্নান,হেলাল গাজী.মোস্তফা,বিলাল,হারুন সহ ১৫জনের অধিক লোক হাতে লাঠি দা নিয়ে সেলিনা পারভীনের বাড়ীতে হামলা চালিয়ে তাদের বাড়ী ঘর ভাংচুর করে লুটপাট করে ইতিপূর্বে তাদের মান্নান গাজী ও অন্যদের সাথে
মামলা সহ পূর্ব শত্রুতা রয়েছে।এ নিয়ে সেলিনা পারভীনের পরিবার কে প্রায় সময় বিভিন্ন ভয়ভীতি দিয়ে আসছিলেন মান্নান গংরা। এ নিয়ে কয়রা থানায় জিডি করেছিলেন সেলিনা খাতুনের বড় মেয়ে ফাতেমা খাতুন। গত ১৫ই জুলাই কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ ও সহায়তা করার অপরাধে সেলিনা পারভীন কাটা খালী গ্রামের আনারুল,মান্নান,নারাণপুর গ্রামের আবু সাঈদ সরদার,ভান্ডার পোল গ্রামের রুবেল গাজী, রাসেল গাজী,কাটাখালী গ্রামের আম্বিয়া ৬ জনের আসামী করে কয়রা থানায় মামলা দায়ের করেছিলেন সেলিনা পারভীন। আসামীগণ এখনও তাদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছেন।
এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেলিনা খাতুন ও তার পরিবার এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান তারা। এ বিষয়ে জানতে মান্নান দের বাড়ীতে গেলে তাকে খুজে পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।