শরিফুল ইসলাম || সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
আজ রবিবার (১১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে খুলনা মহানগরীর শিবাবাড়ি চত্তরে এসে জড়ো হন তারা। পরে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন হিসাবে অবস্থান করে নানা রূপ শ্লোগান দিতে থাকে।সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ‘তুমি কে তুমি কে, বাঙালি বাঙালি’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’বলে শ্লোগান দিতে থাকে।সেখানে নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
এসময় সমাবেশে বক্তারা বলেন,‘হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট কেন করা হচ্ছে, তা বোধগম্য নয়।স্বাধীন বাংলাদেশে এইরকম অত্যাচার মেনে নেওয়া যায় না।আজ আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে কেন? আমাদের সুষ্ঠভাবে বসবাসের নিরাপত্তা দিতে হবে। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
পাশাপাশি জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন,এভাবে আর বলির পাঠা হতে চাই না। সারাদেশে যেভাবে সনাতনীদের ওপর হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে, তার প্রতিকার চাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।