খুলনার খবর || বটিয়াঘাটা উপজেলা ২ নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা রাতভর পাহারা দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের ও সকল মানুষদের জন্য।দেশের চলমান পরিস্থিতিতে খুলনার বটিয়াঘটা উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ও সকল শ্রেণীর মানুষের জান-মালের নিরাপত্তায় মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতাকর্মীরা।
আজ সোমবার রাত ব্যাপী উপজেলার বটিয়াঘাটা ইউনিয়নের সকল পুজা মন্দিরসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে নিজেরা পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন তারা।
নিরাপত্তায় নিয়োজিত নেতা-কর্মীরা জানান, হিন্দু- মুসলমান ভাই ভাইয়ের সম্পর্কের দীর্ঘদিনের এই ঐতিহ্য আমরা কোনোমতেই নষ্ট হতে দেব না। আমরা মিলে মিশে বসবাস করে এ ইউনিয়নের সাম্প্রদায়িক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে চাই।
তারা আরও জানান, আমাদের হিন্দু ভাইদের ওপর যেন কোনো ধরনের আক্রমণ বা নির্যাতন না হয়, সেজন্য আমরা সবাই মিলে পাহারা দিচ্ছি। আমরা সচেতন আছি যেন কোন ধরনের কোনো ঝামেলা না হয়। দেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের মন্দির ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা এলাকাবাসী সবাই এক হয়েছি এবং আমরা রাতভর পাহারা দিচ্ছি।
এসময় পাহারায় ছিলেন, উপজেলা জামাত নেতা মোঃ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, বটিয়াঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পদ মোঃ আব্দুস সামাদ,সহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।