নিউজডেস্ক || কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল।গত ২৪ দিন পর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সারা দেশে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান,আপাতত মেইল,এক্সপ্রেস,লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।পরবর্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।তবে অন্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
গত ১১ আগস্ট রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে জানান,১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন,১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।