অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
সাম্প্রতিক ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনা করে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেন মোংলার হিন্দু সম্প্রদায়।
সোমবার(১২ আগস্ট) বিকালে মোংলার খাসেরডাংগা সার্বজনীন দূর্গা মন্দিরে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাহুল হাওলাদার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরেন্দ্র নাথ হাওলাদার (প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য, শান্তিমই নিঃমাঃবাঃবিদ্যালয়)৷ প্রনব মজুমদার (ইউপি সদস্য), প্রদীপ মন্ডল (সমাজ সেবক),বিধান হালদার,বিপুল মজুমদার, শুষেন হাওলাদার,বিপুল মন্ডল,বাসুদেব চক্রবর্তী, নিতাই হাওলাদার,বিজন হালদার,অরুন মিস্ত্রী,রনি বৈরাগী, অনুকুল মিস্ত্রী,রথিন বৈরাগী,রনজিৎ মিস্ত্রী(পল্লি চিকিৎসক), দুলাল হালদার(শিক্ষক),প্রফুল্ল কবিরাজ, বাবুরাম হালদার,কমলেশ বৈরাগী,পুস্পজিৎ বৈরাগী,সুমন মজুমদার, শিমুল মন্ডল,মৃদুল হালদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মা বোনেরা ৷
প্রার্থনা শেষে বক্তরা বলেন,আমরা মোংলার হিন্দু সম্প্রদায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর ছত্রছায়ায় ভালো আছি। আমাদের নিয়ে একদল কুচক্রী মহল তাদের ফায়দা লুটার জন্য ফেসবুকে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই- আমাদের ভিতর কোনো বিভেদ নেই। আমাদের নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদের সর্বদা ছায়ার মতো বিপদে আপদে পাশে থাকেন, নিয়োমিত খোঁজ খবর নেন। সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।