খুলনার খবর || কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র তেলিগাতি খুলনার অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ আগস্ট) বিকালে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসসহ সামনে রাস্তায় মানববন্ধন করেন তাঁরা। ঘণ্টাব্যাপী কর্মসূচি থেকে অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে শিক্ষক/শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নামে-বেনামে বিভিন্ন বিল-ভাউচার দিয়ে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন।করেছেন অপরিসীম দুর্নীতি।অবিলম্বে অধ্যক্ষকে সরিয়ে নতুন অধ্যক্ষের দাবি জানান।
উল্লেখ্য, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ হিসেবে কাজী বরকতুল ইসলাম ২০২২ সালে যোগদানের পর থেকে সকল অনিয়ম-অব্যবস্থাপনায় জড়িয়ে পড়েন। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের পুরাতন ফ্যান চুরির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেলে সেসময় তার অপসারনের জন্য খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে নামে-বেনামে দরখাস্তও দেওয়া হয়।কিন্তু তাতেও কোন লাভ হয়নি।সেসময় আওয়ামীলীগের ক্ষমতায় স্ব-পদে বহাল থাকেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।