মোঃ ফয়সাল হোসেন,কয়রা উপজেলা প্রতিনিধি || খুলনার কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম কর্তৃক কয়রার দেউলিয়া বাজারের জমি দখল ও দোকানের লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার বিকালে দেউলিয়া বাজারে কয়রা সদর ইউনিয়নের জনগনের আয়োজনে মানব বন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দেউলিয়া বাজারে কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম কর্তৃক ভুমি দখল ও দোকান লুটপাটের ঘটনার বিচারের দাবিতে বক্তৃতা দেন ব্যবসায়ী আলমগীর হোসেন,এরফান গাজী,আবুল কাশেম গাজী, আজিজুল গাজী,আসাদুল গাজী সহ অন্য ব্যবসায়ীরা ও এলাকার জনসাধারণ।মানববন্ধনে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে দেউলিয়া বাজারে একটি মিছিল বের হয়।
এ সময় বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে কয়রার দেউলিয়া বাজারে ব্যবসা করে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হওয়ার পরের দিন দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলামের নেতৃত্বে দেউলিয়া বাজারে ৪০/৫০ জন লোক নিয়ে বাজারের বিভিন্ন দোকান দখল নিয়ে লুট পাট করে এমনকি জমি দখল করে সেখানে ঘর তৈরী করে।অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম গত মঙ্গলবার কয়রা সরকারী মহিলা কলেজের শিক্ষক,কর্মচারী,ছাত্রী ও কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ভুল বুঝিয়ে আমরা ব্যবসায়ি আমাদের কে সন্ত্রাসী বানিয়ে কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব এস, এম, আমিনুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন করে যাহা সম্পূর্ন মিথ্যা ও বানেয়াট। এ সময় বক্তারা সঠিক ঘটনা উদঘাট করে প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।