মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক ও মানবিক ইউপি সদস্য মশিয়ার রহমান মিলনকে তদন্ত বা শৌকজ ছাড়াই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে। বুধবার জেলা বিএনপি সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। এ খবর পেয়ে স্থানী শ্রমিক দলের নেতা/কর্মী শ’শ নারী পুরুষ তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে বুধবার সন্ধ্যায় গদাইপুর ইউনিয়নে বিক্ষোভ করে।
এ সময় স্থানীয় নির্মল দাস জানায় মেম্বর মিলন দা একজন ভাল মানুষ সে আমাদের ওয়ার্ড মেম্বার। তার কারণে আমরা এলাকায় পরিবার নিয়ে ভালো ভাবে বসবাস করছি।
স্থানীয় আসমা বেগম বলেন,এলাকায় যখন ভাঙচুর ও তোলপাড় শুরু হয়।তখন মেম্বার মিলন এলাকার বাইরে ছিল। মোবাইল ফোনে এলাকার ভাঙচুরের খবর আমি তাকে জানাই তার পর সে এলাকায় আসে।তার দ্বারা এলাকার কোন পরিবারের উপকার ছাড়া ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা শ্রমিক দলের সভাপতি সরদার ফারুক আহমেদ বলেন,মশিয়ার রহমান মিলনকে সাংগঠনিক প্রক্রিয়ায় বহিষ্কার করা হয়নি। যদি সে অপরাধ করেই থাকে তদন্ত পূর্বক ও শৌকজের মাধ্যমে বহিষ্কার করার নিয়ম সেটা না করে নিয়ম না মেনে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাই।
এ ব্যাপারে মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আমার প্রাণের সংগঠন। তাছাড়া আমি একজন জনপ্রতিনিধি। দলীয় শৃংখলা ভঙ্গের প্রশ্নই উঠেনা। কি কারণে আমাকে দল থেকে বহিস্কার করা হলো এটা আমার জানা নেই। সকল প্রাকৃতিক দুর্যোগে দলীয় ব্যানারে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী প্রদান করেছি। অসংখ্যা গায়েবি মামলায় পালিয়ে বেড়েয়েছি। বিএনপির প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি পালণ করেছি উপজেলা, জেলা এমনকি কেন্দ্রীয় পর্যন্ত।
শ্রমিকদলের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, তাকে শ্রমিক দলের পক্ষ থেকে বহিস্কার করা হয়নি বা আমাদের কাছে মিলনের ব্যাপারে কোন অভিযোগ নেই। তবে যেভাবে বহিস্কার করা হয়েছে সেটা সাংগঠনিক প্রক্রিয়ায় হয়নি।
জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, একজন অভিযোগ করছে মাদার সংগঠন হিসেবে বহিস্কার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।