রায়হান শরীফ সাব্বির || বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল মির্জাপুরে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমন (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। নিহত ইমনের বন্ধু ইমরান হোসেন জানান,গত ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি করে পুলিশ। এসময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় তার। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইমরান আরও জানান,ইমনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের নলিন বাজার গ্রামে। হেমনগর ডিগ্রি কলেজের ১ম বর্ষে শিক্ষার্থী । তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিল সবার বড়। বাবা জুলহাস হোসেন ইমনের ১০ বছর বয়সের সময় মারা গেছেন।
ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালের আইসিইউর সামনে বেহুশ হয়ে পড়েন মা রিনা বেগম। স্বজনরা তাকে জরুরি বিভাগে চিকিৎসা করান।
হাসপাতালে থাকা প্রতিবেশী শান্ত ইসলাম ফরিদ জানান, হেমনগর ডিগ্রি কলেজের ১ম বর্ষে ভর্তি শিক্ষার্থী। তবে মির্জাপুরে একটি ছোট প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। সেখানে টিউশনিও করাতেন। যেদিন গুলিবিদ্ধ হন, তার কিছুক্ষণ আগের ভিডিও ফুটেজেও দেখা গেছে, রাজপথে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন ইমন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।