মোঃ ফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম রেজাউল করিম এর হত্যার ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কয়রার আয়োজনে উপজেলা সদরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন, কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শহিদ সরোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগির হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খোকা , দুই নম্বর কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, কয়রা কাশির খালদার সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, বতুলতলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ হাসান, মাস্টার শহিদ হাসান মোহাম্মদ তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, শোয়েব আলী, আনিসুর রহমান, আবু সাঈদ, হাসানুর রসিদ, আজাদ হোসেন। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার ও তার স্ত্রী নাজমা খাতুন।
বক্তারা বলেন, আমাদের সহকর্মী রেজাউল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন। তার এর উপর দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ আগস্ট নৃশংসভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় ১৬ আগস্ট তার মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ০৪। মামলার এজহারে ৭ জনের নাম উল্লেখ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।