জহিরুল রাতুল || খুলনায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রিন্সিপাল সৈয়দা রোখসানা খানমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন শিক্ষার্থীরা।আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,প্রিন্সিপাল সৈয়দা রোখসানা খানম স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করে।তাদেরকে অপমান ও তাচ্ছিল্য করে কথা বলে। আমাদের কোনো নায্য অধিকার নিয়ে তার সাথে কথা বলা যায়না। স্টুডেন্টদের পরিবার নিয়েও খারাপ মন্তব্য করেন। কোনো স্টুডেন্ট হঠাৎ করে অসুস্থ হলে সরকারি হাসপাতালের পাশে থাকা সত্ত্বেও তার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এপ্লিকেশন দিয়ে বিভিন্ন নিয়ম মেনে তারপর ডাক্তার দেখাতে যেতে হয়।
দীর্ঘদিন নানাভাবে দাবি জানালেও কোন কাজ হয়নি।এখন সময় এসেছে নিজেদের দাবি আদায়ের ফলে তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করছি। এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রিন্সিপালের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।