মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের বেনাপোলে ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ(৬০) নামে এক বৃদ্ধর করুণ মৃত্যু হয়েছে। ১৯শে আগস্ট সোমবার সকালে কাগজপুকুর রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত হাসমত শেখের ছেলে। বেনাপোল রেলস্টেশনের ফাড়ির এস আই নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার সকালে মংলাগামী বেদনা কমিউটার ট্রেনটি বেনাপোল ছেড়ে যায়,পথিমধ্যে কাগজপুকুর নামক স্থানে পৌছালে, এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে মুর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান,নিহত আজিজ কানে কম শোনায় তিনি এলাকায় কালা আজিজ নামে পরিচিত। তিনি রেল লাইনের উপরে বষা অবস্থায় ছিলেন,এমতাবস্থায় ট্রেন আসলে এবং তার হুইসেল শুনতে না পারায় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।