মোঃ মাসুম, চৌদ্দগ্রাম প্রতিনিধি || কুমিল্লায় টানা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু সমান বৃষ্টির পানি উপেক্ষা করে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।কুমিল্লার চৌদ্দগ্রামে গত দুইদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি বেশ কয়েকটি অফিসে পানি ঢুকে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে,গত সোমবার ভোর থেকেই চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভারি বর্ষণ হয়েছে। বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ফসলি জমি, পুকুর ও খাল ডুবে গেছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পরিমান পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতা ও শিক্ষার্থীরা। পানি নিস্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকায় আগামী কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মানুষ।
কাশিনগর,উজিরপুর,শ্রীপুর,মুন্সিরহাট,বাতিসা,চিওড়া,চাঁন্দকরা ইউনিয়নের বাসিন্দারা জানান, ‘সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বীজতলাসহ ফসলি জমি ডুবে গেছে।বাড়ির উঠানে প্রায় হাটু সমান পানি,ফলে প্রতি দিনের সাংসারিক কাজ ব্যাহত হচ্ছে।চিকিৎসা সেবা নিতেও পড়তে হচ্ছে বিপাকে।সড়কে পানি ওঠার ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এরই মধ্যে স্কুলে যেতে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা,ফলে ব্যহত হচ্ছে শিক্ষাক্রম।
আবহাওয়া অফিস বলছে, সোমবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন আরো বৃষ্টি থাকতে পারে।
নগরবাসীর ক্ষোভ, সঠিক সময়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়ণ কাজ সম্পন্ন করা গেলে এই ভোগান্তিতে পড়তে হত না।এবং নদ-নদী খনন সহ গ্রাম রক্ষা বাঁধের প্রয়োজনিয়তার কথা জানান।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কুমিল্লাতেও রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত শুরু হয়। ভোরবেলা থেকে একটানা ভারী বৃষ্টিপাত হয় কুমিল্লাতে। সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর কান্দিরপাড় থেকে রাণীরবাজারমুখী সড়ক, শিক্ষা বোর্ড, সালাউদ্দিন মোড়, জিলা স্কুল এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।পাশাপাশি জলাবদ্ধতার শিকার হয়েছে বেশ কয়েকটি উপজেলা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।