অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের ৯’টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।
সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার বিভাগের জারী করা ১৩(ঘ) ও ৩২(ক)প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
বাগেরহাট জেলা ৯’টি উপজেলা নিয়ে গঠিত। এ উপজেলাগুলি হচ্ছে মোল্লাহাট, চিতলমারী,ফকিরহাট,কচুয়া,বাগেরহাট সদর, রামপাল,মোংলা,মরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের স্ব স্ব পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ-২০২৪ এর খসড়া অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ।
এদিকে ৯’টি উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ প্রস্তাবিত ‘উপজেলা পরিষদ সংশোধন ১৩ (ঘ) ধারায় বলা হয়-বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এবং ১৩ (ঙ)-তে-বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।একইভাবে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্য সদস্যদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান রাখা এমনকি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪’ সংশোধন করে একইভাবে ‘স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানায় স্থানীয় সরকার বিভাগ।এদিকে সারা দেশে মোট ৪৯৫ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার মেয়র,৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাপক রদবদল আনতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।