অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাট সদরের সি এন্ড বি বাজারে সংবাদ সংগ্রহের কাজ শেষে বাড়ি ফেরার পথে সময়ের খবরের স্টাফ রিপোর্টার আরিফ ঢালী দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।
গত শনিবার (১৭ আগস্ট) আনুমানিক রাত ৯ টার সময় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রচন্ড রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্বৃত্তরা ছুরির আঘাতে মারাত্মক যখম করে ও তার মোটরসাইকেল ভাংচুর করে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। হামলাকারীরা হলেন সি এন্ড বি বাজার এলাকার বাবুর পুত্র মাসুক (২৯), মুরছালীন (২৬), রাজন (৩৮), স্মরণ (২৮), সুমন (৩২) ও অজ্ঞাগতনামা ৮-১০ জন।
বর্তমানে সাংবাদিক আরিফ ঢালী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউতে) রয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রিপোর্টটি লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।