মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত দুু-ইউনিয়নের চেয়ারম্যানের বরখাস্তের দাবীতে পৃথকভাবে বিক্ষোভ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই ভূমিদস্যু রব, আসলাম, রবিউল ও কামরুলদের নিকট থেকে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘের উদ্ধার এবং নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়রা। ইউপি চেয়ারম্যান মান্নান গাজীর বরখস্তের দাবীতে বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লালচাঁদ সানা। এ সময় বক্তব্য রাখেন, জগেশ্বর কার্তিক সানা, মনি শংকর সরকার, কিরণ মন্ডল, সুকুমার সানা, রমেশ চন্দ্র মন্ডল, চৈতন্য মন্ডল, শিবপদ মন্ডল, রনজিৎ ঢালী, রিক্তা মন্ডল, রত্না ঢালী, মমতা মন্ডল, টুম্পা ঢালী, রিয়া মন্ডল, রবীন বাঁছাড়, খগেন্দ্র নাথ মন্ডল, কিশোর চন্দ্র মন্ডল ও অষেশ ঢালী। এ সময় বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী একজন ভুমি দস্যু ও সন্ত্রাসী। তিনি ভোট ডাকাতির চেয়ারম্যান। জনগণ তার কাছে গেলেই বলেন আমি কারো ভোটে নির্বাচিত চেয়ারম্যান না। আমার যোগ্যতা বলে চেয়ারম্যান হয়েছি। এ কারণে জনগণ তার বরখাস্তের দাবী করেন মানববন্ধনে।
অপরদিকে লস্কর ইউনিয়ন বাসীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আলমতলা এলাকায় বিক্ষোভ শেষে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হুসাইন জমাদ্দার।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, জাহাঙ্গীর সানা, রহমত জমাদ্দার হিরক জমাদ্দার, জামাল সানা, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবিবুর রহমান হবি মোল্যা, মামুন জমাদ্দার, হুমায়ুন সানা ও নেফুর জমাদ্দার। অনুষ্ঠিত মানববন্ধনে লস্কর ইউনিয়নবাসী তাদের বক্তব্যে ভোট ডাকাতির চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিনের বরখাস্তের দাবী করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।