সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়ায় উপজেলা ইমাম পরিষদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে শাহাদাত বরণকারিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩শে আগস্ট শুক্রবার জুম্মার নামাজ বাদ খুলনা সাতক্ষীরা মহাসড়কে র্যালি শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোশতাক আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, মুফতি আবু সালেহ, মুজিবুর রহমান, আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মুফতি ফয়জুল করিম, ফখরুল হাসান, আঃ সালাম, ইউসুফ আজাদি, হাফেজ মাওলানা তৌফিকুর রহমান, মাসুম বিল্লাহ মাওলানা আঃ রশিদ, সাইফুল্লাহ হোসেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বেলাল হুসাইন, আঃ করিম, বেলাল হোসেন,আতিউল্লাহ তৌহিদুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে শাহাদাত বরণ কারিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।