অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের পদত্যাগের দাবিতে ক্লাশ বর্জন করে দ্বিতীয় দিনের মত আজও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগষ্ট) দুপুরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় কালিকা বাড়ী বাজার প্রদক্ষিন করে। এর আগে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের কক্ষে তালা ঝুরিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালিন ছাত্র সমাজের বিপরীতে মিছিল ও হুমকি মূলক বক্তব্য দেন। ক্লাসে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতা কুক্ষিগত করে স্বেচ্ছাচারিতার কারনে অবিলম্বে তার পদত্যাগ দাবি করে বক্তব্য দেন মিক্ষার্থীরা। প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেওজানান শিক্ষার্থীরা ,
এ সময় বক্তৃতা করেন শিক্ষার্থী সাইদ মাহমুদ, নুসরাত জাহান, ফাহিমা আক্তার, সাবেক শিক্ষার্থী সাবিবুল হাসান, রুমান হোসাইনসহ অনেকে।
প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বলেন,অস্থিতিশিল পরিস্থিতি দেখে তাৎক্ষনিক ইউএনওকে ঘটনা অবহিত করি। রাজনৈতিক পেক্ষাপটের কারনে তিনি ষড়যন্ত্রের শিকার।এ সর্ম্পকে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,তাৎক্ষনিক ইউএনওকে অবহিত ও তিনি নির্দেশনা দিয়েছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ লিখিতভাবে শিক্ষার্থীদের পেশ করার জন্য। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।