নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আপন চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ওই এলাকার আইন উদ্দিনের ছেলে নায়েব আলী(৬৫), তার ছেলে নয়ন শেখ(৩২),আইন উদ্দিনের আর এক ছেলে আশরাফ আলী, আশরাফ আলীর ছেলে সাব্বির শেখ, সাহেব আলীর ছেলে রমিম শেখ (২৫) হাসেম শেখের ছেলে লাভলু শেখ, রামপুর গ্ৰামের ইব্রাহিম মোল্লা (২৮) সহ আরো ৫/৭ জন মিলে একই গ্ৰামের মনিরুজ্জামান শেখের ছেলে লিটন শেখ (৪৬), মিলন শেখ (৫০),মিলন শেখের মেয়ে মাহমুদা খানম(২৪), সিজান শেখের স্ত্রী রেখা বেগম(৩০),লিটন শেখের স্ত্রী টিকলি বেগম(৩৫),ও মিলন শেখের জামাতা নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্ৰামের ফারুক হোসেনের ছেলে বিজিবি সদস্য ফেরদৌস শাহজাহান আকাশ(৩০) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাড়ি ঘর ভাংচুর সহ লুটপাট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।