মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার শান্তা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গড়ইখালী ১নং ওয়ার্ড আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাফর মল্লিক কর্তৃক বিএনপির গড়ইখালী ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে হয়রানী মুলক সংবাদ সম্মেলন করে। এর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নাজির উদ্দীন সরদার।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হামিদ গাইন, যুবদল আহবায়ক মাসুদ রানা, ২নং ওয়ার্ড সভাপতি খায়রুল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ বিহারী বাবু ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, ৯নং ওয়ার্ড সভাপতি লিটন সরদার, সাবেক মেম্বর আব্দুল হান্নান, তাছের মোল্যা, আব্দুল গফুর গাইন, হাফিজুর গাইন, ছাত্রদলে আনারুল ইসলাম, রমজান আলী,শেখ তানভীরুল ইসলাম, তানভীর হোসেন, যুবদল সদস্য সচীব ইমরান হোসেন, ২নং ওয়ার্ড সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন সরদার।
এ সময় বক্তারা বলেন,দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে প্রতিপক্ষকে শক্তিশালী করতে এ অপচেষ্টা করছে। আবু জাফরের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।যারা দলের ও দলীয় নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।