খুলনার খবর || ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। তিনি ২ সেপ্টেম্বর সোমবার সদস্য ফরম পূরণ করে এই দলে যোগ দেন। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম জানান, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক ইসলামী আন্দোলন করতে
পারবে।
এ ব্যাপারে ধীর কৃষ্ণ রায় জানান,ইসলামী আন্দেলনে যোগদানের জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কোনো ভয় বা আতঙ্ক নেই। তিনি বিভিন্ন সময় দাকোপের সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামের কথাবার্তা শুনেছেন। তার কথা শুনে ভালো লেগেছে, সে আন্দোলনের আদর্শ মুগ্ধ হয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।