শেখ নাসির উদ্দিন, খুলনা || গত ৫ই আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল আলী উপর সন্ত্রাসীরা হামলা করে। তাকে প্রচন্ড পরিমাণে মারধর করে আহত করা হয়, তার দোকান এবং ঘরবাড়িও ভাঙচুর করা হয়।
বাবুল আলীর উপর সন্ত্রাসী হামলা ও দোকানপাট ভাঙচুর করার প্রতিবাদে আজ মঙ্গলবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের উদ্যোগে হামিদ নগর সুইস গেটে এক প্রতিবাদ সমাবেশ ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু গালিব,বিশেষ অতিথ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারি মোঃ ইব্রাহিম খান, ইসলামী আন্দোলন ১৬ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ রেজাউল করিম, মোঃ আলাউদ্দিন গাজী, ওয়ার্ড সেক্রেটারি এইচএম আরিফুর রহমান, শ্রমিক আন্দোলনের মোঃ ইকবাল, ইসলামী যুব আন্দোলনের মুন্সি বশির আহমেদ, মোঃ হাসান খান, মোঃ আমিনুর ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ জুবায়ের মাতুব্বর প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বাবুল আলীর উপর যে সকল সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।