কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু করেছে জেলার পরিবহন শ্রমিকেরা।
জানা যায়,গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলাতে দুটি বাসের গ্লাস ভাঙচুর করে সিএনজি অটোরিকশার চালকেরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি
মাহাবুল হক বলেন,গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা পরিবহন বাসের গ্লাস ভাঙচুরসহ চারজন শ্রমিককে মারধর করে স্থানীয় সিএনজি অটোরিকশার চালকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জায়গায় মারধর ও বাসের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় বিষয়টির মিমাংসা হয়। এরপর ঐদিন বিকেলে আমলাতে আবারও দুটি বাসের গ্লাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে সিএনজি অটোরিকশার চালকেরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়।
পরিবহন শ্রমিকনেতারা দাবি জানিয়ে বলেন,মহাসড়কে থ্রি-হুইলার চলাচল আদালত নিষিদ্ধ করেছে। আইন না মেনেও তাঁরা মহাসড়কে চলাচল করে। তাছাড়া বাসের স্টপেজ থেকেও তাঁরা সিএনজি অটোরিকশায় যাত্রী তুলে নেয়। এর প্রতিবাদ করলেও তাঁরা পরিবহন শ্রমিকদের ওপর চড়াও হয় এবং শ্রমিকেরা মারধরের শিকার হন। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব।
এ বিষয়ে সিএনজি চালকেরা বলেন,‘পরিবহন শ্রমিকদের অভিযোগ মিথ্যা। আমাদের উচ্ছেদ করার জন্য শ্রমিকেরা উঠে-পড়ে লেগেছে। কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশার চালকেরা গেলে চাবি কেড়ে নিয়ে মারধর করে।
কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জেনেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।