খুলনার খবর || আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা ও ক্ষতিপূর এর দাবিতে এতে এতেশামুল হক শাওন এর সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাক রানা এর সঞ্চালনায় শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাব এ মানববন্ধন করা হয়। আমার তো মানববন্ধনের উপস্থিত থাকেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা। এ সময় বক্তারা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ও তার পরিবারের বিরুদ্ধে ১২৮ টি মামলা এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার এর আমলে করা হয়।
তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং আমার দেশ পত্রিকা বন্ধ হওয়ার পর থেকে তিনি এবং তার পরিবারের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ এর দাবি জানান। বক্তারা আরো বলেন শুধু আমার দেশ নয় বাংলাদেশের ও প্রকার সংবাদপত্র এবং কর্মীদের উপর অত্যাচার, নিপীড়ন জেল হাজত,খারাপ আচরণ করা হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে সেই সমস্ত অত্যাচারী মানুষ ও দেশের মানুষের মৌলিক অধিকার কে প্রত্যাখ্যান করেছে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিচারের দাবি আমরা সকলে জানাই। উক্ত মানববন্ধনে আমার দেশ পত্রিকার সাংবাদিক এবং খুলনার রাজনৈতিক,পেশাজীবী এবং বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক,রিপোর্টার এবং টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।