খুলনার খবর || নগরীর বানিয়াখামার লোহারগেট এলাকার আলামিন শেখকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন সহ সকল হত্যাকারীদের বিচারের দাবিতে আলামিন শেখের ছোট ভাই তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তৌহিদুল ইসলাম বলেন, খুলনার ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর নেতৃত্বে গত ০৮ জুলাই ২০২৪ তারিখে সন্ধ্যা ৭ঃ৫০ ঘটিকায় মামুনের ইজিবাইক গ্যারেজের সামনে (লোহারগেট বানিয়াখামার) আমার ভাই শেখ আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে তার কুখ্যাত খুনি বাহিনী হত্যা করে। ঘটনার পর বিভিন্ন সময় হুমকি ধামকি এবং ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে রাখেন।মৃত আলামিনের পরিবারের পক্ষ থেকে হত্যার বিচার,দৃষ্টান্তমূলক শাস্তি বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট দাবি জানান।এসময় আলামিন শেখের পরিবার ও এলাকাবাসী এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।