অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ৪’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮’টার দিকে জেলার ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষক নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। তবে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত ব্যক্তির নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নাই।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, সকালে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে একই দিক থেকে আসা পিকআপ ভ্যান ইজিবাইকটির পেছনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা তিন জন ঘটনাস্থলে নিহত হন। আহত দুই জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে। ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।