রায়হান শরীফ সাব্বির,ঢাকা || মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৭(১) ও ৯ (২) অনুযায়ী এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ করে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট পদত্যাগ করেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। গত ১৯ আগস্ট বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
এর আগে, গত ১৪ আগস্ট প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ অসুস্থতাজনিত কারণ দেখিয়ে বিটিআরসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
কোটা বাতিলের দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে গত ১৭ জুলাই সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হয়। মাঝে খুলে দেওয়ার পর পুনরায় ইন্টারনেট বন্ধ করা হয়। এর পাশাপাশি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে তীব্র সমালোচনার শিকার হয় বিটিআরসি। বিশেষ করে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষুদ্ধ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।