মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ও ডিম উৎপাদন কম হওয়ায় ফের ভারত থেকে ডিম আমদানি শুরু হয়েছে।
৮ই সেপ্টেম্বর রবিবার বৃহৎ এই ডিমের চালানটি দেশের দ্বিতীয় বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে।
আমদানিকৃত এই ডিমের বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপােটার্স শ্রি লাক্সমি নারায়ন ভান্ডার।
বাংলাদেশে আসা ১১০৪ কাটুন এসব ডিমের প্রতি কাটুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩,৪৮,২৪৩.৯২ টাকা।
এর আগে গত ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আবদুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরো বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন এবং অভাব পূরণ হবে ও মূল্য স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।