অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে ও খাদ্যের মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে মোংলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ মোংলা বাজারের কাঁচা তরকারি, মুদি, মাছ-মাংসের দোকানে মনিটরিং করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিকুল ইসলাম’র সাথে বাংলাদেশ নৌবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় তারা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের পন্যের বিক্রি তালিকা দেখেন এবং ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। সাথে বাজারের মাংস, মুদি ও কাচাঁ বাজার ব্যাবসায়ীদের মুল্য তালিকা ও পরিস্কার পরিচ্ছিন্নতা না থাকায় মাংস বাজার, কাচাঁ বাজার ও ফুটপাতে ব্যাবসায়ীদের ৫৩ হাজার টাকা অর্থ দন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম।
একই সাথে বাজার এলাকার ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে এবং শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তারা। পাশাপাশী সকল ব্যাবসাযীদের তাদের বিক্রি পন্যের দাম ও দ্রব্যমুল্যের তালিকা টানিয়ে রাখার আহবান জানান।
দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এমন অভিযান কর্মসূচি চলবে বলে জানান উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।