মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মিন্টু হোসেন (৪৫) স্ট্রোক জনিত কারণে মারা গেছে। বুধবার রাত ১০ টার দিকে মারা যান । তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাজ্জাদ আলী সরদারের ছেলে।
ঘটনার দিন রাত ৮ টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে পাইলগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নেয়ার প্রস্তুতি নেয়া হয়।এর মধ্যে অবস্থা আরও অবনতি ঘটে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন পাইকগাছা নৌ-পুলিশ ফাড়ির ক্যাম্পের সততার সঙ্গে ইনচার্জের দায়িত্ব পালন করেছেন বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।