মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় আদালত জমি রেজিষ্ট্রেশন করে দিলেও প্রতিপক্ষরা দখল ছাড়ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।
আদালতের রায় ডিগ্রী ও অভিযোগ এবং সরেজমিনে দেখা যায়,পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত গত ২৫ আগষ্ট ২০২৪ তারিখে রাড়ুলী মৌজার ৬৪শতক জমি স্বপন কুমার দাশের নামে জমি রেজিষ্ট্রেশন করে দেন।স্বপন কুমার দাশের আপন ভাই জগন্নাথ দাশের অংশের জমি এলাকার আমির হোসেন মোড়ল ও তার মেয়ে সাবিনা আক্তারের কাছে কোবলা দলিল করে দেন। যার ২৩৩৭ দলিল নং ২৩৩৭ তারিখ ১৯ মে ২০০৫ ইং। এর বিরুদ্ধে ভাই স্বপন কুমার দাস পাইকগাছা সহকারী জজ আদালতে প্রিঃমিস ৫৮/২০০৫ মোকদ্দমা করেন এবং ২৪ আগষ্ট ২০১৭ রায় প্রাপ্ত হন। রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে আমির আলী মিস আপিল ৪৯/১৭ মামলা করলে ১৭ নভেম্বর তা নামঞ্জুর হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন ৬৫৪/২০২২ মোকদ্দমা হলে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ স্বপন দাশের পক্ষে রায় ও ডিগ্রী হয়। একই সাথে রায় ডিগ্রী প্রাপ্তদের অনুকুলে দলিল সম্পাদন করে দিতে প্রতিপক্ষদের আদেশ দেন। তা না দেয়ায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ দাতা হয়ে জমি কোবলা করে দেন।
এব্যাপারে প্রতিপক্ষ আমির আলী মোড়ল বলেন,আমি ১৯ বছর ধরে জমি ভোগ দখল করছি।আমাদের কাগজ পত্র আছে।পারলে আদালত থেকে উচ্ছেদ মামলা করে আমাদের উচ্ছেদ করুক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।