মোঃ রাজু হাওলাদার || বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর আয়োজিত স্বৈরাচার পতন আন্দোলন ২০২৪ এ নির্বিচারে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন,বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ও শ্রমিক হত্যার বিচারের দাবিতে শ্রমিক অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিতে ও সম্পাদক মোঃ রুহুল আমিন রবিনের সঞ্চালনায় শুক্রবার বিকাল ৪ টায় পশ্চিম রুপসা বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বিচারে ছাত্র ও শ্রমিক হত্যার দায়ে খুনি হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। আরো বলেন প্রতিটি শ্রমিকের নূন্যতম মাসিক মজুরি ২০,০০০/- (বিশ হাজার) টাকা নিশ্চিত করতে হবে ।
উক্ত সমাবেশে গণঅধিকার পরিষদ খুলনা মহাগনর শাখার সভাপতি তার বক্তব্যে বলেন ৫ আগস্ট এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত বাংলাদেশের যত শ্রমিকরা মৃত্যুবরণ করেছে তাদের সঠিক বিচার ও আহতদের সু-চিকিৎসা দাবি জানান এবং সাধারণ সম্পাদক বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করেছেন আন্দোলনরত শ্রমিকরা এবং আহত হয়েছেন তাদের জন্য এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি আহত এবং শহীদ হয়েছেন তাদের আহতদের চিকিৎসা যেন সঠিকভাবে করা হয় এই দাবিটি জানান। যুব অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এইচ এম. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল। জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফোরকান হোসেন, সাধারণ সম্পাদক জোনায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
খুলনা আইনজীবী অধিকার পরিষদের এ্যাড. মোশারেফ হোসেন ও এ্যাড. সাইফুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদ খুলনা মহাগনর শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সাম্পাদক জুবায়েত শেখ সম্রাট,খুলনা মহানগর শাখার দপ্তর সম্পাদক তৈয়ব আলী পর্বত,রেজাউনুল হক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।