1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নাভারনে জামায়াত ইসলামের প্রচার ও স্বাগত মিছিল জামায়াতের আমীরের আগমন উপলক্ষে পাইকগাছার কপিলমুনিতে র‍্যালী ও পথসভা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী’ পাইকগাছায় শেখ ইমাম উদ্দীন ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন পাইকগাছা উপজেলা আহলে হাদিস এর কর্মী সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত  পাইকগাছার হরিঢালীতে আদর্শ লাইব্রেরীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ খুলনা মহানগরীতে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার  খুলনায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক প্রদান কেশবপুরে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তেরখাদায় ইয়াবা ও গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী ও ২জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার উপদেষ্টা হাসান আরিফ আর নেই খুলনাসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস; সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি খালিশপুর থানা বিএনপি’র সম্মেলন-সভাপতি বাবু সাধারণ সম্পাদক হাবিব নির্বাচিত নগরীর জাতিসংঘ পার্কে ৫ দিন ব্যাপী ইসলামী বইমেলা শুরু প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪ আগামী ২৪ ডিসেম্বর থেকে (খুলনা-নড়াইল-ঢাকা) রুটে যাত্রা শুরু নতুন দুই ট্রেন রূপসা-বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচনের প্রতীক বরাদ্দ; বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৬ তেরখাদায় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা, তাস ও অন্যান্য সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক রংমিস্ত্রী নিহত

খুলনায় টানা বৃষ্টিতে জীবনযাত্রা বিপর্যস্ত; তলিয়েছে পুকুর-ঘের

  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার শেয়ার হয়েছে

মোঃ শরিফুল ইসলাম || বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে ভারী বর্ষণ শুরু হয়েছে সাথে বইছে ঝড়ো বাতাস।

আবহাওয়া অফিস বলছে,বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে শনিবার দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। বৃষ্টিপাতের এ ধারা আজ রোববারও অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার।

সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন,সারাদেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে গতকাল একই এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকবে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক। গত শুক্রবার থেকে চলা টানা বৃষ্টি আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি করেছে।ফলে ভোগান্তিতে পড়েছে গাড়ির চালক, যাত্রীসহ সাধারণ খেঁটে খাওয়া মানুষ।

সরেজমিনে দেখা যায়,নগরীর শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমানরোড,রয়েলমোড়,সোনাডাঙা,মোল্লাবাড়ি, খালিশপুর, মুজগুন্নী, বাস্তুহারা কলোনি, হাউজিং এলাকা, ফুলবাড়ি গেট, রেলগেট, মহেশ্বরপাশা, দৌলতপুর, নতুন রাস্তা মোড়, আলমনগর, নেভি চেকপোস্ট, রায়ের মহল, বয়রা বাজার, গল্লামারী, গোবরচাকা নবীনগর, মোড়সহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু সমান পানি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।গতকালের ভারী বর্ষণে ডুবে যাওয়া স্থানগুলো থেকে আজ পানি সরলেও এখনো নগরের বেশ কিছু স্থান ও সড়ক প্লাবিত হয়ে আছে। বেশ কিছু সড়কে সংস্কারকাজ চলমান থাকায় কাদাপানির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নগরীর বেশকিছু নিচু এলাকার ঘরবাড়িতে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে গত পাঁচ বছরে শত শত কোটি টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা দূর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এসব এলাকার বাসিন্দারা। দায়ী করেন অপরিকল্পিত পরিকল্পনাকে।

এদিকে একই সঙ্গে নদীতে জোয়ার এবং বৃষ্টির পানির চাপে খুলনার বিভিন্ন উপজেলার কয়েকশ’ ঘের ও পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া ও দাকোপ উপজেলার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের হাজারো পরিবার।

স্থানীয় প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, বৃষ্টি ও জোয়ারের পানিতে কয়রা উপজেলার শতাধিক ঘের ও পুকুর তলিয়ে গেছে।একইভাবে ডুমুরিয়ায় শতাধিক, দিঘলিয়ায়, দাকোপে অর্ধশতাধিক এবং রূপসা ও তেরখাদা উপজেলায় অসংখ্য মাছের ঘের এবং পুকুর তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বসতবাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে শবজিখেতের।

গতকাল বিকাল থেকে বৃষ্টিতে নগরজুড়ে স্থবিরতা নেমে আসে। কাজে যেতে না পেরে নিম্ন আয়ের অনেক মানুষ বিপাকে পড়েন।দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষ পারতপক্ষে ঘর থেকে বের হয়নি। বৃষ্টি কখনও কম, কখনো বেশি। সূর্যের মুখ দেখা যায়নি সারা দিনে। নগরীর বড়বাজার ও অনেক অভিজাত মার্কেটের দোকানপাট প্রায় বন্ধ রয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ, বৃষ্টির পানির কারণে রিকশা, মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ ছাড়া দফায় দফায় চলছে লোডশেডিং। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরীর অধিকাংশ স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো কম। অফিস-আদালতগামী চাকরিজীবীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।