পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছার কয়েকদিনের বিরামহীন অতি বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিকগ্রস্থ হয়েছে। এদিকে একশ্রেণীর স্বার্থলোভী প্রকৃতির বড় বড় চিংড়ী ঘের মালিক জোয়ার দিয়ে ছোট ছোট শ’শ ঘের তলিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
পাইকগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা কয়েকদিনের বিরামহীন বৃষ্টি ও স্বার্থ লোভী প্রকৃতির চিংড়ী চাষীদের কারণে এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে ঘর,বাড়ী,ফসলের ক্ষেত, অসংখ্য চিংড়ী ও মাছের ঘের। যাতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে সর্বসাধারণ। পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডের সবগুলোই প্লাবিত হয়ে পানিতে তলিয়ে আছে।
শিক্ষা প্রতিষ্ঠান,বাড়ী ঘর,ও ফসলের ক্ষেত কোনটাই বাকী নাই তলিয়ে যেতে। পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে এমন খবর সব এলাকা থেকে জানা গেছে। যেগুলে কতিপয় সার্থলোভী প্রকৃতির চিংড়ী ঘের মালিকদের কারণে বেশি ঘটেছে। এসব এলাকায় নদীতে ভাটার সময় পানি সরালে এমন অবস্থা সৃষ্টি হতোনা। বরং উল্টো জোয়ার দিয়ে পরিকল্পতিভাবে এলাকা প্লাবিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা পরিকল্পিত ভাবে জোয়ার দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।