মোঃ রাজু হাওলাদার || বাগেরহাটে চাঞ্চল্যকর ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা,স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
উল্লেখ্য,কটিম মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তার সাথে পূর্ব থেকেই আসামীদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। আসামীরা বিভিন্ন সময় ভিকটিমকে খুন ও জখমের হুমকি দিত। গত ০৫ আগস্ট ২০২৪ ইং কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে আনুমানিক সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় ভিকটিমকে খুন ও জখমের হুমকি দিয়ে বাড়ি ছাড়ার কথা বলে যায়। ঐ দিন গভীর রাতে আসামীরা সুযোগ বুঝে ভিকটিমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লুটপাট ও ভাংচুর করতে থাকে।এ সময় ভিকটিম তাদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকে।ভিকটিমকে রক্ষার্থে তার স্ত্রী এবং মেয়ে এগিয়ে আসলে তাদের রামদা,কুড়াল এবং লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে।ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন।পরবর্তীতে আহতদেরকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয় ও মৃত ভিকটিমকে মর্গে পাঠানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।