আমজাদ হোসেন,নওগাঁ || পারিবারিক শত্রুতার যের ধরে বাড়ির চারিপার্শ্বে বাঁশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি পরিবার।ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দায় ১২নং কাশোঁ ইউপির তুলসীরামপুর গ্রামের ইয়ানুস সেনেটারির বাড়ির পার্শ্বে।
সরজমিন এ গিয়ে দেখা যায়,পারিবারিক কলহের যের ধরে তসলেম নামের এক ব্যক্তি ভুক্তভোগী একই পরিবারের ছেলে মোহাম্মদ আলতাফ হোসেন এর পক্ষ নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলার কারণে একই পরিবারের আলতাফুন নামের এক মেয়ের সাথে কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটির জের ধরে তার বাড়ির চারিপাশে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে একই এলাকার প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ তসলিম উদ্দিন।
এবিষয়ে আলতাফুন নেছা মান্দা থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখনো ব্যবস্থা নেয়নি মান্দা থানা পুলিশ।এ বিষয়ে আলতাফুন্নেছা বলেন যেদিন থেকে বেড়া দিয়েছে সেদিন থেকে আমাদের রোজগারের পথ হারিয়ে গেছে। আমরা এখন নিরুপায় ভ্যান চার্জ দিয়ে ভ্যান চালালেই আমাদের পেটে ভাত ওঠে এ বিষয়ে সমাধান করার জন্য অনেকের কাছে গিয়ে চেষ্টা করেও কোন সমাধান পায়নি।
তবে তসলিম উদ্দিন এর সঙ্গে কথা বললে তসলিম উদ্দিন বলে আমার নিজের জায়গায় আমি ব্যাড়া দিয়েছি,কারো কিছু করার ক্ষমতা থাকলে করুক।
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(অফিসার ইনচার্জ) মোঃ মুনসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে,খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।