মোঃ রাজু হাওলাদার,খুলনা || অবৈধ অস্ত্র, মাদক ও ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করলেন কেএমপির নয়া কমিশনার
খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির নতুন কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন,অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি। তাই এগুলো অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং উদ্ধারে তৎপর থাকবে কেএমপি।
তিনি আরো বলেন, মাদকের বেশ কয়েকটি স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে একে একে আমরা অভিযান পরিচালনা করব। দুপুরে কেএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জুলফিকার আলী হায়দার।
এ সময় তিনি আরো বলেন,দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের চোখ, যে কোন বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, নিজে কোন বদলি বাণিজ্য করবেন না এবং কোন ধরনের বদলি বাণিজ্য কেএমপিতে তিনি হতে দেবেন না। এছাড়া দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি।
মতবিনিময়কালে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলফিকার আলী হায়দার গত ৭ সেপ্টেম্বর কেএমপি ৩৯তম কমিশনার হিসেবে যোগদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।