মোঃ রাজু হাওলাদার || সাতক্ষীরার তালা সালতা নদীর সংযোগ সরকারী খাসখাল চাড়িভাঙ্গা,কোলাস বিল,সুইচগেইট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধতা নিরাসনের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন,চাড়িভাঙ্গা উত্তর কোলাজ বিল,সুইচগেইট ও খৈয়া তলা এলাকার প্রায় দেড়শত বিঘা সরকারি খাস খাল ও জমি প্রভাবশালী সোহেল রানা কর্তৃক অবৈধভাবে দখলপূর্বক খালে বাঁধ দিয়ে মৎসঘের করে।ফলে বৃষ্টির পানি খাল দিয়ে বের হতে না পেরে জেয়ালা নলতা গ্রামের নিকারি পাড়া এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে শত শত বাড়িঘর,স্কুল,মসজিদ,রাস্তাঘাট পানিতে তলিয়ে জনজীবন অচল হয়ে পড়ে। এছাড়া সোহেল রানা গং এলাকার নিরীহ গরিব দুঃখী মানুষের নিকট থেকে অন্তত অর্ধশত বিঘা জমি অবৈধ জবর দখল করে মৎস্যঘের করে,তাদের লীজের টাকা পরিশোধ না করে উপরন্ত তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে লাঞ্ছিত করে।
শনিবার বেলা ১২টায় মোঃ সাহেব আলী নিকারীর সভাপতিত্বে মানববন্ধ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন,মোস্তফা মোড়ল,আতিয়ার নিকারী,একরামুল ইসলাম,কবিরুল ইসলাম,মফিজুল নিকারি,মোশাররফ নিকারি,কোহিনুর বেগম,টুকটুকি খাতুন,খোদেজা বেগমসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।