নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল শেখ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দীপংকর সাহা,মোঃ গোলাম মোস্তফা,এস এম মুরাদুজ্জামানসহ প্রমূখ।
মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাপ্ত স্মারক লিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।