নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নোয়াগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় এল.এস.জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের আসাদুজ্জামান স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ মাহামুদ আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজিমুজ্জামান চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আহাদুজ্জামান বাটু।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আলিম, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার শেখ, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা বিপুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফিরোজ মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহাবুবুর রহমান রাজ, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ ইসলাম, সদস্য সচিব হৃদয়সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আহাদুজ্জামান বাটু বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এদেশে আওয়ামী লীগের কোন ঠায় নেই। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দলকে সুসংগঠিত করার জন্য আহবান জানান।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৫ জন ছাত্রদল নেতাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন ছাত্রদলনেতা ইব্রাহীম মোল্যা, আজিজুর শেখ, হাসিবুল ইসলাম বাচ্চু, রাব্বি ও সাগর। এসময় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।