ইমরুল ইসলাম ইমন,খুলনা || ক্রীড়াক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি শব্দ কিংবদন্তি, ইংরেজিতে যাকে বলা হয় Legend। বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে কিংবদন্তি খুঁজতে গেলে সবার আগে একজনের নামই আসার কথা, কিংবদন্তির কথা বলার ক্ষেত্রে সবার আগে আসবে সাকিব আল হাসানের নাম। সেই কিংবদন্তির ছুটে চলা ইতিহাসের পাতায় এবার যেন আসতে যাচ্ছে সমাপ্তি। অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিবের মত এমন তারকা আসেনি কখনই। ভবিষ্যতেও সাকিবের বিকল্প খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়েও বহু আগে থেকেই রয়েছে শঙ্কা। বিশ্বসেরা অলরাউন্ডারের অলরাউন্ড নৈপুণ্যের প্রদর্শনীতে শেষের ঘণ্টাটা এই বেজে গেল বলে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে তো অবসরের ঘোষণা চলেই এল, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ছেড়ে দেওয়ার আশা করছেন ওয়ানডে ও। তিন ফরম্যাটেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে সাকিব।
দেশের ক্রিকেটের ইতিহাসকে যদি বিশাল একটি বই ধরে নেন সেক্ষেত্রে সেই বইয়ের সবচেয়ে বড় অধ্যায়ের নামটা নিশ্চিতভাবেই সাকিব আল হাসান। বর্ণাঢ্য ক্যারিয়ারটার সাথে মানুষের জীবনচক্র মেলাতে গেলে ভালো রকমের মিলই খুঁজে পাওয়া যাবে। সুখের তীব্র অনুভূতির সাথে দুঃখের বেদনায় মর্মাহত হয়ে ব্যর্থতায় মুষড়ে পড়ার গল্প দুই জায়গাতেই রয়েছে। যদিও কোনোটাই চিরস্থায়ী হতে পারেনি। দেখতে হয়েছে মুদ্রার দুই পিঠই।
একটা সময়জুড়ে কেবল যেন সাফল্যের ভেলায় ভেসেছেন সাকিব। ম্যাচ খেলতে নামলেই নিয়ম করে গড়তেন রেকর্ড। ডাকনামও জুটে গিয়েছিল ‘রেকর্ড আল হাসান।’ ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের বড় ম্যাচ জয় মানেই যেন ছিল সাকিবের ম্যাচসেরা, সিরিজসেরা হওয়া। একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দুমড়েমুচড়ে দিয়ে দলকে ম্যাচ জেতানো, দেশবাসীকে আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া কিংবা জাতীয় বীরে পরিণত হওয়া–এ সব কিছুর স্বাদই আস্বাদন করেছেন সাকিব। জীবনের সেরা ফর্মে খুব সম্ভবত ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। এই সাকিবকে দেখেই বুঁদ হয়ে ছিলেন দেশের লাখো-কোটি ক্রিকেট সমর্থকরা। বহু বাবা-মাও তাদের সন্তানকে দেখেছেন ক্রিকেটার বানানোর স্বপ্নও।
২০১৯-২০ সাল পর্যন্ত হিসাব করলে সাকিবের ক্যারিয়ারটা এগিয়েছে অনেকটা মাধ্যমিক পর্যন্ত স্কুলবালকদের জীবনের মত। ঝড়ঝঞ্জা, তর্ক, বির্তক যে একদম ছিল না তা নয়, তবে সেসবের বেশিরভাগ ছিল সামলে নেওয়ার মত। সমর্থকরাও সাকিবের পাশে ছিলেন বেশিরভাগ সময়। এমনকি ফিক্সিং ইস্যুতে মাঝে ১ বছর নিষিদ্ধ হওয়ার পরেও তার পাশে থেকে সমর্থন যুগিয়ে গেছেন সাকিবভক্তরা।
জীবনে যেমন মুদ্রার দু পিঠ দেখতে হয় ঠিক সেভাবে ক্রিকেট ক্যারিয়ারেও মুদ্রার দুই পিঠই বেশ ভালোভাবে দেখতে শুরু করেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর পারফরম্যান্সটা ‘সাকিবসুলভ’ হতে পেরেছে অল্প কয়েকবারই। সেই সাথে পাল্লা দিয়ে ভারি হয়েছে বিতর্কের খাতাটা। সাকিবের ক্যারিয়ারে নানা ধরনের বিতর্ক শুরু থেকেই লেগে ছিল। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে যেন সেই বিতর্কের পাল্লাটা আরও ভারি হতে শুরু করল।
একটা সময় বিপদে-আপদে যে সমর্থকরা সাকিবের পাশে ছিলেন তারাও যেন কিছুটা মুখ ফিরিয়ে নিতে শুরু করলেন। সাকিবের এত এত বিতর্কিত কর্মকান্ড কিছুটা হলেও সাকিবের খ্যাতিতে নেতিবাচকতার আঁচড় ফেলতে শুরু করল। মানুষের ধৈর্যের বাঁধও ভেঙে যেতে শুরু করল একটু একটু করে। মাঠের মত মাঠের বাইরের বিতর্কিত কর্মকান্ডেও যেন অপ্রতিরোধ্য হয়ে উঠতে শুরু করলেন সাকিব।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিবের শেষের শুরুটা ধরে নেওয়া যেতে পারে। বিশ্বকাপের ঠিক আগে মুহূর্তে নানা বিতর্কিত কর্মকান্ডের গুঞ্জনের সাথে ছিল একটি সাক্ষাৎকারে এক সময়কার বন্ধু তামিম ইকবালকে নিয়ে নানা ধরনের তির্যক মন্তব্য। বিশ্বকাপ চলাকালেও বিতর্ক চলেছে সমান তালে। ফলাফল, সাকিবের নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে বেশি প্রত্যাশা নিয়ে খেলতে গিয়ে
সবচেয়ে বাজে ফলাফল নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল।
সেই ধাক্কার পর যেন আর সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না সাকিব। বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো চোখের সমস্যার কারণে ব্যাটিংটাও করতে পারছিলেন না ঠিকভাবে। মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু পারফরম্যান্স হয়ত দেখাতে পেরেছিলেন, তবে সেই ‘সাকিবসুলভ’ পারফরম্যান্সের দেখা মিলছিল না। সাকিব নিজেই তো প্রত্যাশার সীমাটা নিয়ে গিয়েছিলেন আকাশসমান উচ্চতায়।
ক্যারিয়ারের শেষ ভাগে এসে একাদশে সাকিবের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল। ক্রিকেট অঙ্গনে তার অবসরের দাবিও তুলতে শুরু করলেন অনেকে। ড্রাইভার হয়ে এতদিন গাড়ি চালিয়ে যাওয়া সাকিব যেন নিজেকে প্যাসেঞ্জার মনে করতে শুরু করলেন। ফলে এত কিছুর পর অবসর নিতেও আর বেশি একটা দেরি করলেন না সাকিব। সাকিবের অবসরের ঘোষণাকে বেশিরভাগ দর্শক, সমর্থকরাই মনে করছেন সময়োপযোগী সিদ্ধান্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।