ইমরুল ইসলাম ইমন, খুলনা || খুলনা সহ দেশের সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সকল পথ থেকে অপসারণ করা হয়েছে।গত বৃহস্পতিবার ২৬ শে সেপ্টেম্বর স্থানীয় সরকার পল্লী ও সমবায় উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মোঃ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানা গেছে। সিটি কর্পোরেশন গুলো হলো-ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন,রাজশাহী সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন,খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি, কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন,গাজীপুর সিটি কর্পোরেশন,ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
উল্লেখ থাকে যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে থাকার কারণে তারা পলাতক আছেন, এতে করে নাগরিকরা সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।এর আগে গত ১৯শে আগস্ট সকল সিটি কর্পোরেশনের মেয়র দের কে অপসারণ করা হয়েছিল এবং ১২ টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ দিয়েছেন অন্তবর্তী কালীন সরকার। অপরদিকে তিনটি পার্বত্য জেলা ছাড়া ৬১ টি জেলা পরিষদের সকল সদস্যদের এমন কি জেলা পরিষদের চেয়ারম্যানদের কে অপসরন করা হয়েছিল।সেই সকল স্থানে প্রশাসন নিয়োগ করা হয়েছে। কোনভাবেই যাতে নাগরিকদের সুবিধা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।