মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, পৌর সভাপতি বাবুরাম মন্ডল,সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, জেলা পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরদার,শিক্ষক সুকৃতি মোহন সরকার,মুরারী মোহন সরকার,কনক সরকার, কালিপদ বিশ্বাস, কৃষ্ণেন্দু দত্ত, দেবব্রত মন্ডল,বিদ্যুত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ পুজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান উপজেলায় মোট ১২৯টি পূজা মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যথাসম্ভব নিরাপত্তা ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।